[বিএসএফের তাড়া খেয়ে জলে ডুবে মরা দুই শিশুর জন্য]

মানুষ তো যাবে মানুষেরই কাছে
যেমন মেঘেরা মিশে মেঘেদের সাথে
মানুষ এখন বড় বাধাগ্রস্ত পদে পদে
সীমান্ত চিহ্নিত করে বিভক্ত করেছে মানবতা।

আমি চাই বনভূমি যেভাবে জড়িয়ে থাকে
পরস্পর লতায়-পাতায়, মাইল মাইলব্যাপী
সবুজ ছড়িয়ে আছে যেভাবে টেক্সাসে-হিউস্টনে
সেভাবে ছড়িয়ে থাক মানুষ পৃথিবীময় মুক্তির উচ্ছ্বাসে।

কে শোনে আমার সেই মানবিক আবেদন!
আমি প্রত্যাখ্যাত বারবার ভিসা আবেদনে
পাখিরা আকাশে ওড়ে চিরদিন স্বাধীন সত্তায়
তারা এক দেশ থেকে অন্য দেশের নিসর্গে দানা খায়।

অথচ 'সৃষ্টির সেরা' হয়েও মানুষ কত নিকৃষ্ট কাজ
করে যাচ্ছে পৃথিবীর দেশে দেশে স্বেচ্ছায় দাপটে
সীমান্ত প্রহরী পথ আটকে দিচ্ছে মানুষের;
এ কেমন স্বাধীনতা নিয়ে বেঁচে থাকা!

অভিবাসী মানুষের গভীর গভীরতর দহন যন্ত্রণা
কবে পাবে মানবিক স্বীকৃতি এবং কিছু মমতা-শুশ্রূষা।

বিষয় : পদাবলি নাসির আহমেদ

মন্তব্য করুন