বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ভূপর্যটক রামনাথের বাড়ির পথে বাইসাইকেল চালিয়ে কর্মসূচি পালন করেছে বসতভিটা সংরক্ষণ ও পুনরুদ্ধার কমিটি। পরে সমাবেশের মাধ্যমে কমিটির পক্ষ থেকে রামনাথের বসতভিটা পুনরুদ্ধারের দাবি জানানো হয়। শিগগিরই দখলদারদের কবল থেকে এ বাড়িটি উদ্ধার না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তাঁরা।

এর আগে সকাল ১১টায় হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে শুরু হয় এই বাইসাইকেল শোভাযাত্রা। হবিগঞ্জ শহরের পৌর টাউন হলের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির উদ্যোগে বের হওয়া এই শোভাযাত্রায় দেশের ১৪ জেলার সাইক্লিস্টরা অংশ নেন। পথে পথে মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। দুপুরে সাইক্লিস্টরা বানিয়াচং উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করলে সেখানে স্থানীয় জনতা তাঁদের স্বাগত জানান।

এ সময় সেখানে বাইসাইকেল শোভাযাত্রার সমর্থনে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর প্রতীকী অনশনে একাত্মতা পোষণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। পরে তাঁর অনশন ভাঙান শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। তিনি বলেন, রামনাথ বিশ্বাসের বাড়িতে অবৈধভাবে কাউকে বসবাস করতে দেওয়া হবে না। ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন ইউএনও।