- কালের খেয়া
- 'অসমাপ্ত আত্মজীবনী' ইতিহাসের অমূল্য দলিল
বঙ্গবন্ধু বক্তৃতামালায় বক্তারা
'অসমাপ্ত আত্মজীবনী' ইতিহাসের অমূল্য দলিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কারাগারে বসে অসমাপ্ত আত্মজীবনীসহ বাকি বইগুলোতে নিজের যে জীবনকাহিনী লিখেছেন, সেটি জাতির রাজনৈতিক ইতিহাস হয়ে উঠেছে। এটি ইতিহাসের অমূল্য দলিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন 'শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়' বইয়ের সম্পাদক অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, সম্মানিত অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির।
লেখক মফিদুল হক বলেন, বঙ্গবন্ধু কারাগারে বসে বইগুলোতে নিজের জীবনকাহিনি লিখেছেন, সেটি জাতির রাজনৈতিক ইতিহাস হয়ে উঠেছে। অনেক কথা পাকিস্তান আমলে বলা সম্ভব ছিল না। তাঁকে সংযতভাবে লিখতে হয়েছে। ফলে খাতাগুলো কীভাবে বের হলো, তা তলিয়ে দেখা প্রয়োজন। বঙ্গবন্ধু জেলের ছোট গেট দিয়ে কখনও ঢোকেননি। তিনি এসে বলতেন, 'কে আছিস, গেট খোল।' তখন প্রহরীরা বড় গেট খুলে দিতেন। তিনি যে কোনো পরিস্থিতি হাতে নিতে পারতেন।
মন্তব্য করুন