- কালের খেয়া
- চসিকে ফের অবৈধ ১৩৩ জন্মসনদ ইস্যু
চসিকে ফের অবৈধ ১৩৩ জন্মসনদ ইস্যু

পুলিশি অভিযান, সার্ভারের আইডি সুরক্ষায় নানা পদক্ষেপ—এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আরও একটি ওয়ার্ডে জালিয়াতি করে ১৩৩টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর লালখানবাজার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আজ বুধবার বিষয়টি টের পান ওয়ার্ড কার্যালয়ের জন্মনিবন্ধন সহকারী। তিনি বিষয়টি কাউন্সিলরকে জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। এর আগে চলতি মাসে নগরীর পাঁচটি ওয়ার্ডে জালিয়াতির মাধ্যমে ৫৪৭টি সনদ বের করা হয়। এ ঘটনায় গত সোমবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এরপর মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে পুলিশ বলছে, এর সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে। তাদের শনাক্তে তারা কাজ করছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও জন্মনিবন্ধন সহকারীরা ধারণা করছেন, তাদের আইডি হ্যাক করে এসব জন্মনিবন্ধন সনদ বের করে নেওয়া হচ্ছে।
লালখানবাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল সমকালকে বলেন, ‘কিভাবে এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না। মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশন থেকে আইডি সুরক্ষিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। এরপরও জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ বের করে নেওয়ার ঘটনা ঘটেছে। জন্ম নিবন্ধনের কেন্দ্রীয় সার্ভার নাকি কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীদের আইডি হ্যাক হয়েছে— তা দ্রুত শনাক্ত করতে হবে। নয়তো বড় ধরণের ঝুঁকি তৈরি হবে।’
তিনি বলেন, এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন