জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় চট্টগ্রামে জয়নাল আবেদীন (৩৮) নামে আরেক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জয়নাল রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে দেওয়া চক্রের সদস্য। প্রতিটি ভুয়া জন্মসনদের জন্য প্রায় ২ হাজার টাকা করে নিত সে। জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে।
গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জন্মনিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে নগরীর কয়েকটি এলাকার ৭৯৬টি জন্মসনদ ইস্যু করা হয়। অবৈধভাবে ইস্যু হওয়া জন্মনিবন্ধন সনদগুলো বাতিলের জন্য রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছে, প্রতিটি জন্মনিবন্ধন সনদের জন্য দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নিত সে। টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরও বাংলাদেশি জন্মসনদ ও এনআইডি করে দিয়েছে সে।' তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।