অনেক বাতাসের দিনে আমরা শঙ্খচিল হবো, ঠিক আছে?
এই ঘরে বসে থাকি তবু ঘরদোর সব ভেসে যায়
শীতের বাসের টিকিট হারিয়ে ফেলার অভিমানে
এই পথে আর শীত আসবে না-
তবু সব কিছু চমৎকার। আমাদের মতভেদের অসমতল জমিনে
পিঠ ঠেকিয়ে বসা যাক
ধ্যানের গভীরে যদি প্রশ্ন জাগে 'কী লাভ এইসব করে'!
বেঘোর চিন্তারা জ্বর হবে সেসব রহস্য না-জেনে কিছুই!
আবারও ট্রাফিক পুলিশ হয়ে হাত তুলে দাঁড়াবে সময়-
কত হলো বয়স?
নিজেকে একটি লাল বেলুন উপহার দিও কখনো, ঠিক আছে?
এই ঘরে বসে থাকি তবু ঘরদোর সব ভেসে যায়
শীতের বাসের টিকিট হারিয়ে ফেলার অভিমানে
এই পথে আর শীত আসবে না-
তবু সব কিছু চমৎকার। আমাদের মতভেদের অসমতল জমিনে
পিঠ ঠেকিয়ে বসা যাক
ধ্যানের গভীরে যদি প্রশ্ন জাগে 'কী লাভ এইসব করে'!
বেঘোর চিন্তারা জ্বর হবে সেসব রহস্য না-জেনে কিছুই!
আবারও ট্রাফিক পুলিশ হয়ে হাত তুলে দাঁড়াবে সময়-
কত হলো বয়স?
নিজেকে একটি লাল বেলুন উপহার দিও কখনো, ঠিক আছে?
মন্তব্য করুন