অনেক বাতাসের দিনে আমরা শঙ্খচিল হবো, ঠিক আছে?
এই ঘরে বসে থাকি তবু ঘরদোর সব ভেসে যায়
শীতের বাসের টিকিট হারিয়ে ফেলার অভিমানে
এই পথে আর শীত আসবে না-
তবু সব কিছু চমৎকার। আমাদের মতভেদের অসমতল জমিনে
পিঠ ঠেকিয়ে বসা যাক

ধ্যানের গভীরে যদি প্রশ্ন জাগে 'কী লাভ এইসব করে'!
বেঘোর চিন্তারা জ্বর হবে সেসব রহস্য না-জেনে কিছুই!

আবারও ট্রাফিক পুলিশ হয়ে হাত তুলে দাঁড়াবে সময়-
কত হলো বয়স?

নিজেকে একটি লাল বেলুন উপহার দিও কখনো, ঠিক আছে?

বিষয় : পদাবলি

মন্তব্য করুন