গ্রাফিতির মুখ ছেড়ে ঘরোয়া নিনাদ
সরলরেখার দিকে হেলে থাকে ফাঁদ।
আহত বোতাম হাসে ঘৃণার তাঁবুতে
মেগাবাইটের নল তেড়ে আসে ছুঁতে।

শোক শোক দাগ নিয়ে সময়ের ছেনি
তুলির কামড় থেকে রেহাই মেলেনি।
মেলেনি রেহাই তবু শরীরের ফ্ল্যাপে
অ্যানালগ নেগেটিভ ছবি তোলে স্ন্যাপে।

আশার পিদিম জ্বালে নাগরিক আলো
নির্মাণে হাসে কবি, কে যেন শোনালো।
জ্যামিতিক রাত শেষে উড়ে আসে ভুল
আকরিক দেশে সাঁই, বাজবে বাউল-

'তিন পাগলে হইল মেলা নদে এসে-
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।'

বিষয় : পদাবলি

মন্তব্য করুন