কাঁটা ঘৃণা তাচ্ছিল্য ও অপমান
একটি মালায় গেঁথে
পাঠিয়েছ মোকামে আমার।
কেন তারা ফুল হয়ে ফুটে উঠল
আমি তার মীমাংসা জানি না
কেন ওরা অন্ধকারে জোনাকির আলো হয়ে
তটিনীর কুলুকুলু মৃদুমন্দ স্রোত হয়ে
প্রকৃতি আচ্ছন্ন করল শীতল সুধায়
এ রহস্য ভেদ করা এই জন্মে কিছুতে সম্ভব নয়
সত্যিকার ভালোবাসলে এ রকমই হয়
এই কথা মানবিক শাস্ত্রে কিন্তু লেখে না নিশ্চয়।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন