রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল সুহৃদ সমাবেশের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন ইমু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া জান্নাত বৃষ্টি। কমিটির অন্য সদস্যরা হলেন– শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মৌসুমী রেশমি, আল-আমিন, জিশান, সায়েম, বাঁধন, নাইম প্রমুখ।

এর আগে বিদায়ী সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। পরে নতুন কমিটি গঠন ও সদস্যদের করণীয়সহ দিকনির্দেশনা দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটির দায়িত্ব হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়। সভায় নবগঠিত কমিটির সদস্যরা সমকাল সুহৃদ সমাবেশের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার ব্যাপারে একমত পোষণ করেন। এবং ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।

সভাপতি সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।