বস্তু থেকে বিচ্ছুরিত আলো মানুষের চোখে পড়লে সে দেখতে পায়। তবে তা অর্ধেকটা দেখা। কেবলই আকারসর্বস্ব। যখন ভাব থেকে বিচ্ছুরিত আলোও তার মনের চোখে পড়ে, তখন দেখা সম্পূর্ণ হয়। চর্মচোখে সে যা দেখেছে তাতে প্রাণ প্রতিষ্ঠা পায়। মানুষের চোখ ও হৃদয়ের চোখে ঐক্য যেমন থাকে, দূরত্বও থাকে। এই দূরত্ব কখনও দ্বৈরথে পরিণত হয়। এই মিলন-দ্বৈরথ আছে বলেই এতো এতো কথোপকথন, আছে তর্ক– অনুভূতি ভাগ করে নেওয়ার প্রয়োজন ও মাধুর্য। মানুষের সভ্যতা ও শিল্প একই সঙ্গে চর্মচোখ ও হৃদয়ের চোখের কাছে ঋণী। এই দুই চোখ কখনও কখনও অদেখার মাঝখানে দাঁড় করিয়ে দেয় মানুষকে।

সূচিপত্র

নাটক
জয় বাংলা
ভাস্কর রাসা :: ৪–৫

নিবন্ধ
সিমন দ্যু ব্যুঁভোয়া
সাদা–কালো ধূসরে খোদাই
অদিতি ফাল্গুনী :: ৬–৭

প্রচ্ছদ
অদেখা চোখে দেখা
ফারুক মঈনউদ্দীন:: ৮–১০

একটি অরাজনৈতিক গল্প
জয়া ফারহানা :: ১১–১৩

মানুষ রাজনৈতিক মাছ
স্বরলিপি:: ১৪–১৫

পদাবলি :: ১৬–১৭
সোহরাব পাশা।। আরিফ মঈনুদ্দীন
উম্মে মুসলিমা।। হাশিম কিয়াম
অজিত দাস

গল্প
ছুটি
অরুণ কুমার বিশ্বাস:: ১৮–২০

যেভাবে এ শহরে আমাদের খুঁজে পাওয়া গেল
অলাত এহ্‌সান:: ২১–২৩

দূরের সাহিত্য :: ২৪

ভ্রমণ
কাজমাকচালান পাহাড়ের উপত্যকায়
মঈনুস সুলতান :: ২৫–২৭

আপন দর্পণ
নাসির আলী মামুন :: ২৮

কুইজ :: ৩১