- কালের খেয়া
- সত্যেন সেনের স্মরণে ‘গণমানুষের গান’
সত্যেন সেনের স্মরণে ‘গণমানুষের গান’

জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্ৰ আয়োজিত ‘গণ মানুষের গান’ অনুষ্ঠান
‘ওরা ভাঙছে তোমার তোমার শহর, তোমার গান তোমার দেশ; ওরা পারবে না আমাদের ভালোবাসা করে দিতে নিঃশেষ’ গানের সুরে ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ও শ্রমিক-সংগঠক সত্যেন সেনকে স্মরণ করা হয়েছে শিল্পকলায়। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির থিয়েটার স্টুডিওতে কলকাতার কম্পোজার অমিত ব্যানার্জীর সুরে গানটি পরিবেশন করেন শিল্পী দিদারুল ইসলাম।
সত্যেন সেনের জন্মবার্ষিকীতে নানা ধরনের আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এরই অংশ হিসেবে ‘গণ মানুষের গান’ আয়োজন করে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্ৰ।
ঢোল বাদ্যের সুরে অনুষ্ঠানে সত্যেন সেনের রচিত গান, হেমাঙ্গ বিশ্বাস, লালন শাহ, সলিল চৌধুরী, বীরেণ চট্টোপাধ্যায়, স্নিগ্ধা বন্দোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মাহমুদ সেলিম এবং নিজের লেখা গান পরিবেশন করেন দিদারুল করিম দিদার।
সঙ্গীতানুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিল গানের আবহ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
মন্তব্য করুন