অভিশপ্ত; বুকের মধ্যে কান পেতেছি, শুনি
একেকটা রাত একেকটা দিন অসহ্য গোঙানি
ভোরের বাতাস দোজখ থেকে নিয়ে আসছে শীত
তোর শরীরে মেখে দিচ্ছে গ্রহের পুরোহিত
অভিশপ্ত, তোর গভীরে ফুটছে আগুন তেজে
সকল অভিশাপের জোনাক তোর করুণ ক্লিভেজে
একেকটা রাত একেকটা দিন অসহ্য গোঙানি
তোর অভিমান শুনতে পেয়েও শুনবে না কেউ জানি।
অভিশপ্ত, বুকের মধ্যে কান পেতেছি, শুনি
তোর গভীরে কাঁদছে না কেউ; ধ্বস্ত, অভিমানী।
এক সরোবর জলের পাশে একটা সবুজ ঘাস
আজ সন্ধ্যায় তোকে নিয়ে লিখবে উপন্যাস।
শোয়েব সর্বনাম
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন