তবে কি কখনো-সখনো মানুষের ভেসে চলা ভালো?
অনিকেতেরও থাকে কিছু আনন্দ-গান।
করোটিতে থাকে ক্লেদহীন স্মৃতি–
জোটে বহু মানুষের হাতছানি বন্ধুত্বের।

বসতি হলে বিচ্ছিন্ন হওয়া বাঁচার শর্তে পড়ে।
তবুও মানুষ স্থিতি চায়–
যাপন যদিও আপন কাঁটাতারে।


বিষয় : পদাবলি  শুক্লা ইফতেখার

মন্তব্য করুন