এঁকেছ বিচ্ছেদচিত্র। করেছ স্বাক্ষর।
এক-খাটে শুয়ে আছ অজস্র বচ্ছর।

মাঝখানে কী রেখেছ, ছোট এক খাল?
দুইপাড়ে গাছপালা হয়েছে বিশাল?

এপারের ডাল ছোঁয় ওপারের ডাঙা?
গর্জনের গাছ হাতে পায় কামরাঙা?

এ জলে বিষাদ আছে, হাঙর-কুমির?
হৃদ-খেকো দানবের অন্তহীন ভিড়?

অলজ্জ শয্যায় কিছু নেই আলোড়ন?
পড়ে না এখানে ভেঙে মানুষের মন?

বিচ্ছেদে বিষাদ নেই, কী রয়েছে তবে?
–আজ নয়, একদিন বুঝে নিতে হবে।

বিষয় : পদাবলি খালেদ হোসাইন

মন্তব্য করুন