তুমি ছিলে এক বন্য গোলাপ যেন
অকথ্য কোনো পূর্ণিমা রাতে ভরা
লাবণ্য ছিল মৃদু বাতাসের মতো
বয়ে যেত ধীরে কারও হাহাকারে ধরা
আজ নাই কেন, কাল নাই, পরশুও
তোমার দ্যোতনা স্বর্গকে আনে টেনে
তুমি চিরকেলে গানের সুরটি বলে
বছর কি মাস কখনও চল না মেনে
তুমি সকলের সব প্রেমিকের ফুল
সব বাগানের সকল ঘাটের নদী
তোমার জন্যে আমার ব্যথারা তাই
রক্ত গোলাপ হয়ে ফোটে নিরবধি।
জাহিদুল হক
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন