কলকাতা পুলিশ বাংলাদেশি এক নাগরিককে কীভাবে সাহায্য করেছেন সে গল্প তুলে ধরেছেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। সোমবার এ ঘটনা ঘটে। মাত্র একদিনের মধ্যে কীভাবে অভিযান পরিচালনা করে গোপাল দাসকে সাহায্য করেছেন তারই ঘটনা বর্ণনা করেছেন সেখানে। 

বলা হয়, ১৭ মার্চ নিউমার্কেট থানায় এক বাংলাদেশি নাগরিক অভিযোগ করেন তার সাইড ব্যাগ থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে। সেখানে ৫০০ মার্কিন ডলার, ৪০ হাজার বাংলাদেশি টাকা এবং ৬ হাজার ভারতীয় মুদ্রা ছিল। এছাড়া আরও প্রয়োজনীয় কিছু কাগজ ছিল তাতে। এদিকে দেশে যেতে পরদিনই তাকে ফ্লাইট ধরতে হবে। 

তার এ অভিযোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়েন কলকাতা পুলিশ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন তারা। পরে তাদের কাছ থেকে গোপালের টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। পরে তা ফেরত দেওয়া হয় তাকে। এমনকি যথাসময়েই তিনি দেশে যাওয়ার ফ্লাইট ধরতে পারেন।