থাক দাঁড়িয়ে আবহ–

নীল শা‌ড়ির বিভঙ্গ ও
সংগী‌তের ওপা‌রে র‌য়ে‌ছে চমৎকার অন্ধকার

এবং কা‌লো আর সাদা
তৈরি ক‌রে নীল
আসমানভরা গম্ভীরমুখ ও চোখ মধ‌্যবর্তী স্থান
প্রেমোকরোজ্জ্বল বায়ুর কল

যতই কলক‌লি‌য়ে ওঠে
আনুপা‌তিক ততই নীলাভময় বিষাদে ছাওয়া
মৌন, পান‌সে আকাশ।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন