শরীরে অন্ধকার মেখে ঘরে ফেরো যখন
তখন কি পাখি ডাকে? চমৎকার শৈশব
খনন করা বাতাস পাহারা দেয় দেহ?

রাতের শরীরে আফিমের গন্ধ
কণ্ঠে– জড়ানো সেতার
কথা হচ্ছিল ভবিষ্যতের আলো, স্তব্ধ করুণ জল আর জ্যোৎস্নার
অসংখ্য জোনাক ছিল পথে
আমাদের ফেরা হলো না ঘরে
ঘর না থাকলে ফেরা হয় না
শব্দ থেমে যায়
জানো তো, পথ না থাকলে পথিক আসে না সেখানে

বাতাসের স্রোতে মিশে গেছে পথ
বহুদূর চলে গেছে আমাদের রুহ

ফিরবে কিনা জানি না

বিষয় : পদাবলি

মন্তব্য করুন