সবকিছু লুফে নেয় স্রোতের সহজতা
    ভালো মন্দ স্নায়ুর উত্তাপ
যেখানে মুছে যেতে থাকে–
চাঁদের আলো সনাতন প্রবঞ্চনা
    বাতিঘর এঁটে দেয় দরোজা
ইতিহাসবোধ তর্কে তর্কে তুমুল উল্লাসে
সহজতা হারায়। এখন আলাভোলা
    বিপন্ন কায়সার বসে আছে
নীল স্মৃতির হাটে– কেননা ঋতু ভরা
    পাথর চোখ আর মাতাল গান
যতো কিছু ধর্ম জড়িয়ে আছে জগৎ জীবন
সম্পর্কের মুখর উল্লাসে
কেবলই উন্নাসিকতার বিকিরণ
    আলাভোলা গল্প রচিতেছে।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন