কোথায় এসে পড়লাম?
এটা তো দেখি আত্মাহীন সমাজ!
আত্মত্যাগের কোনো মূল্য নেই!
আত্মত্যাগ ও সতত —
দুই ডানা ভাঙা নীলকণ্ঠ এক পাখি
পড়ে আছে পাতা ঝরা বনের ভেতর!
আকাশে উড়ছে পতঙ্গপালি
নকিবেরা নকুলদের গান গায়,
টিলায় টিলায় বসে থাকা টিয়া কার গান গায়?
যারা নটঘট করে নাচছে
তারা হাততালি পাচ্ছে!
কীসের অনুলিপি ও প্রতিলিপি হাতে নিয়ে
চার ক্রোশ দূরে যে প্রস্রবণ
তার জলও উধাও করছে!
কার পিপাসা কে মেটাচ্ছে?
গোলাম কিবরিয়া পিনু
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন