সেইসব দিন সন্তর্পণে আসে
মৃত্তিকার গন্ধে বাঁশপাতা সন্ধ্যায়
অবাকে পূর্ণিমা রাতে
অবোধ জোছনায় মৃত নীল জোয়ারে
সেইসব দিন কথা বলে
রোদ তাতানো বুনো ফুলের ঘ্রাণে
বিষণ্ন কবিতার মতো
পোড়া বসতির বিমুখ প্রহরে
সেইসব দিন ফিরে আসে।
বাবুল আনোয়ার
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন