- কালের খেয়া
- চলাচলের রাস্তায় টিনের বেড়া, বিপাকে ৩০ পরিবার
চলাচলের রাস্তায় টিনের বেড়া, বিপাকে ৩০ পরিবার

রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন শতাধিক মানুষ। ছবি: সমকাল
কুড়িগ্রামের রাজারহাটে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করায় বিপাকে পড়েছে ৩০ পরিবার ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তা দিয়ে নাজিমখান ইউনিয়নের মনারকুটি তেলিপাড়া গ্রামের হযরত হালিমা সাদীয়া (রা.) বালিকা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাসহ ৩০ থেকে ৩৫টি পরিবারের যাতায়াত। রাস্তাটি এসএ এবং বিএস রেকর্ডে সরকারের এক নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত। ১২ বছর ধরে তারা এটি ব্যবহার করছে। সম্প্রতি একই গ্রামের শহিদুল ইসলাম ও তাঁর লোকজন রাস্তার জমি নিজের দাবি করে টিনের বেড়া দেন। এতে দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং গ্রামের শতাধিক মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। নিরুপায় হয়ে তাঁরা জমির আইল দিয়ে কষ্টে যাতায়াত করছেন। কয়েক দিন ধরে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হযরত হালিমা সাদীয়া (রা.) বালিকা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রহমান ১০ মে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা নুরনবী বলেন, রাস্তা বন্ধের পর পাশের জমির আইল দিয়ে চলচল করেছেন। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় পানি ও কাদায় একাকার হয়ে গেছে আইল। এখন অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে। বর্ষা শুরু হলে এ পথও থাকবে না। তখন কী করব ভেবে পাচ্ছি না। একই অভিযোগ করেন আব্দুল আজিজ ও রোস্তম আলীসহ অনেকে। রাস্তার কারণে সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে কথা হলে শহিদুল ইসলাম বলেন, এটি সরকারি জায়গা হলে এবং অন্য দখলদাররাও যদি অংশ ছেড়ে দেয় তাহলে আমিও ছেড়ে দেব।
উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগির সমস্যার সমাধান করা হবে।
মন্তব্য করুন