যাইতা চাও, যাও যেহানো মনে লয়
আমারে ডাইককো না
আমি থাকবাম এইহানোই
গারো পাহাড়ের পাওয়ের কাছে,
হাওরের জল ছোঁয়া বাতাসের ঘেরাণ নিবাম
খাওন লইয়া ঘরো ফিরা পক্ষিডারে দেকবাম
লক্ষ্মী বউ কলসি লইয়া গাঙ্গো যায় বেইল্লা সময়
উডানো বইয়া থাহে দুদের আবুইদ্দা মায়ের অফেক্কায়
এইসব দেকতে দেকতে অঞ্জলির বাড়ির পথ
বিচরাইয়া পাইবাম জানি
মুড়ি ভাজনের আয়োজন দেকবাম
ডেহির শব্দ হুনবাম
শাপলা লইয়া আনন্দে আসে যে ছেড়িডা
তার লগে আসবাম
আম্মার আতে বুনা কুরুশ কাঁডার
সাদা লেইস লাগাইল জামাডা গাও দিয়া
গুইরা আইবাম দশাল
দেলোয়ারা আমারে দেইকখা ঠিক চিনবো
জিগাইবো, বন্দু কেমন আছো?
তমিত্তন বুবু, খায়রন বুবু জিগাইবো, মুখটা শুহনা কেরে?
আমি এই সুখ ছাইড়া কুনুহানো যাইতাম না।
ঝুপ ঝুপ হাইনজা নামলে গাছের মায়ায় আনধাইরো
মিইশশা যাইবাম কবরের ঘুমের লাহান।
মাহবুবা ফারুক
প্রকাশ: ২৬ মে ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন