শুনেছি পিতা হতে হলে বৃক্ষ হতে হয়
আমি, কিন্তু আমি বৃক্ষ হতে পারিনি
সকলেই জানে আমি একজন শূন্যতা

আমার এক সন্তান কষ্ট, সে কবেই মারা গেছে
অন্য সন্তান ব্যথা, তাকে বুকে নিয়ে ঘুরছি বিশ্বলোক

তাদের মা প্রেম, অনেক কাল আগেই ঝরাপাতা
তো, এখন–
আমাদের স্বপ্নগুলো শোক, আর বিরহের বিশালতা

বিষয় : পদাবলি

মন্তব্য করুন