- কালের খেয়া
- চট্টগ্রামে ডা. শাহাদাতসহ ৬০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
চট্টগ্রামে ডা. শাহাদাতসহ ৬০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৩৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার নগরীর চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘নগরীর বহদ্দারহাট মোড়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ ৩৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬০০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালের দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।’
গত রোববার বিকেলে নগরীর বাকলিয়া এক্সপ্রেস রোডে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। বহদ্দারহাট মোড়ে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় অতর্কিত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
তবে বিষয়টি অস্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘কিছু টোকাই ছেলেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েছে। তখন আমাদের কর্মীরা টোকাইদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল। আমাদের কোনো নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেনি। এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
মন্তব্য করুন