- কালের খেয়া
- জাতিসংঘ মানবাধিকার পরিষদের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি প্রসঙ্গ
জাতিসংঘ মানবাধিকার পরিষদের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি প্রসঙ্গ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগামী অধিবেশনের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য পরিষদের ৫৩তম অধিবেশনের আলোচ্যসূচির তিন নম্বরে রয়েছে এই স্বীকৃতির দাবি।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বিশেষ পরামর্শকের মর্যাদা পাওয়া বিদেশে বসবাসরত বাংলাদেশি সন্তানদের সংগঠন ‘স্টিচিং বাসুগ’ নামে বাংলাদেশ সাপোর্ট গ্রুপের সঙ্গে ‘আমরা একাত্তর’, ‘প্রজন্ম ৭১’, ‘ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ)’ এবং ‘সিরাজি ফাউন্ডেশন’ একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি পাঠিয়েছিল।
গত সোমবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশি সংগঠনগুলোর পাঠানো চিঠিটি গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। বিষয়টি আলোচ্যসূচিতে স্থান পাওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশি সংগঠনগুলো।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, মানবাধিকার পরিষদে এ নিয়ে আলোচনা হবে, এটা আশাব্যঞ্জক। সেখানে কারা আলোচনা করবেন– এ নিয়ে সরকারকেও ব্যাপক প্রস্তুতি নিতে হবে। যাঁরা সেখানে যাবেন, তাঁদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেখানে সরকারের প্রতিনিধিকেও থাকতে হবে এবং তাঁকে জোরালো ভূমিকা পালন করতে হবে। কারণ, সেখানে পাকিস্তানি লবিংও কম শক্তিশালী নয়। সেখানে পাকিস্তানের পক্ষে তথাকথিত মুসলিম উম্মাহর দেশগুলোসহ আমেরিকা ও চীনও থাকবে।
মন্তব্য করুন