- কালের খেয়া
- গুচ্ছে প্রথম সিজরাত ঢাবির পরীক্ষায়ও প্রথম, পড়তে চান ঢাবিতেই
গুচ্ছে প্রথম সিজরাত ঢাবির পরীক্ষায়ও প্রথম, পড়তে চান ঢাবিতেই

সিজরাত জাহান প্রকৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করেছেন গুচ্ছে বি ইউনিটে প্রথম হওয়া সিজরাত জাহান। তিনি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়েছেন। ঢাবির ভর্তি পরীক্ষায় তাঁর কেন্দ্র ছিল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০ এবং ভর্তি পরীক্ষায় ৮৬.২৫ নম্বর মিলিয়ে তিনি পেয়েছেন ১০৩ দশমিক ২৫ নম্বর।
সিজরাতের বড় বোন নুসরাত জাহান জুঁইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। তিনি সমকালকে বলেন, ‘সিজরাত ভালোভাবেই পরীক্ষা দেয় এবং ভাগ্যও সহায় হয়েছে। সে সব পরীক্ষায়ই ভালো ফল করেছে। এটা আসলেই ভালো লাগার বিষয়।’
কোথায় ভর্তি হবে সিজরাত এ বিষয়ে জানতে চাইলে বোন নুসরাত বলেন, ‘আমরা এখনও ওভাবে ভাবিনি, তবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়বে। যেহেতু আমি এখানে আছি।’
এর আগে গুচ্ছ পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিজরাত বলেছিলেন, তিনি আইন নিয়ে পড়তে আগ্রহী। তবে ইংরেজিও পছন্দের তালিকায় রয়েছে।
সিজরাত জাহানের বাড়ি কুড়িগ্রাম শহরের হিঙ্গনরায় হাটিরপাড় এলাকায়। তিনি সেখানকার বাদল আহমেদ ও ফিরোজা আহমেদের মেয়ে।
সিজরাত কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) এবং ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হন।
বাবা বাদল আহমেদ বলেন, ‘মেয়ের প্রথম হওয়ার খবরে আমরা আনন্দিত। তবে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সেগুলোর ফল প্রকাশ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
সিজরাতের মা ফিরোজা আহমেদ বলেন, ‘আমার তিন মেয়ে। বড় মেয়ে দিনাজপুরের সহকারী জজ। মেজো মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। ছোট মেয়েকে আইন বিষয়ে পড়ানোর ইচ্ছা। এজন্য বাকি ভর্তি পরীক্ষাগুলোর ফলাফলের জন্য সে অপেক্ষা করছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে সে কোথায় পড়বে।’
ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সিজরাত জাহান প্রকৃতি বলেন, ‘ভবিষতে কি হতে চাই আপাতত কোনো পরিকল্পনা নেই। বাকি পরীক্ষাগুলোর ফলাফলের পর সিদ্ধান্ত নেব কি বিষয়ে পড়ব।’
মন্তব্য করুন