ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কারও অনুমতি না নিয়েই গত ৩১ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন তিনি। কবে দেশে ফিরবেন তাও জানা নেই কারও। এতে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী সুপারের অনুপস্থিতিসহ অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরাও ৪ সেপ্টেম্বর দুপুরে সরেজমিন মাদ্রাসায় যান। সুপার মাওলানা আবু সাঈদ কোথায়– জানতে চাইলে কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, সুপারের ব্যক্তিগত ফোন বন্ধ। তাই তিনি কোথায় আছেন তা কেউ সঠিক বলতে পারছেন না। তবে তিনি ভারত ভ্রমণে গেছেন বলে তারা শুনেছেন।

আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার নামে ২০ বিঘা ফসলি জমি রয়েছে। এর মধ্যে তিন বিঘা জমি সাড়ে পাঁচ লাখ টাকায় লিজ দেওয়া হয়। এ টাকা ভুয়া ভাউচার তৈরি করে আত্মসাৎ করেছেন সুপার। এ ছাড়া স্বৈরতান্ত্রিক কায়দায় মাদ্রাসাটি পরিচালনা করছেন তিনি। পরিচালনা কমিটির একাধিক সদস্যকে না জানিয়ে কাগজে-কলমে গোপন মিটিং দেখিয়ে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানতে চাইলে কমিটির সভাপতি মীর্জা মালেক বলেন, কাউকে কিছু না জানিয়ে সুপার ভারত ভ্রমণে গেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো তদন্তে কমিটি করা হবে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ছুটি ছাড়া বিদেশ ভ্রমণের কোনো সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে সুপারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি।