ও শিরীষ, স্বজন আমার– জমা রেখো
দুঃখবিলাস স্মৃতিস্তম্ভ, খুনসুটি
দিন– মরুতপ্ত এই অপেক্ষা প্রহর
ক্ষয়ে পুড়ে যাওয়া দহন এ জীবন।
ভীষণ হেলায় ফুরিয়েছে দেহবাতি
অসহ এ ভার রেখো তোমার শাখায়।

যদি কোনোদিন ফিরে আসে সে
তাকে দিয়ো প্রতীক্ষার ধূসর দু’চোখ।
উদাস দুপুরে যদি আসে তোমার ছায়ায়
তার শ্বাসে দিয়ো গো উদ ভাঙা দীর্ঘশ্বাস।
হিমবাহ পৌষের সকালে ধীর দু’পা
দিয়ো ভিজিয়ে এ চোখের বৃষ্টিতে।

ও শিরীষ প্রিয় স্বজন আমার
বড় ব্যথাতুর অনলে পুড়েছে এ হৃদয়
তার ভস্ম জমা রেখো তোমার পাতায়।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন