প্রত্যহ খুঁজে নেয় সময় যত প্রাপনীয়
কেটেছে যে দুঃখের রক্ত হৃদয়
অশ্রুজলের দোসর
হারিয়ে যাওয়া নিশ্চিত দিনগুলো।

এ জীবনের বন্দিনিবাস তুচ্ছ আর্তনাদ
একদিন খাঁ-খাঁ শূন্য
বাঁধনে ধুয়ে মুছে যাই নিজেকে
তোমার জন্য সমস্তক্ষণই– চারিদিকে
    জড়ানো অশ্রুহাসির বাস্তবে।

এখনও চোখের স্বপ্নে উড়ে খেলাভোলা সুদিন
চাঁদের আলোয় পাথর বুক হাসে
জবুথবু পরানে কে কথা বলে!
    সেই অতীত ছিঁড়েছে স্বপ্ন

এখন মাথার ওপর নৈরাশের বেলা গড়ায়
তবু গোলাপি প্রেমে দোল খায় জীবন।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন