নন-ফিকশন বইয়ের স্বনামধন্য বেইলি গিফোর্ড পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এ পুরস্কারের জন্য তালিকায় স্থান পেয়েছে ১৩টি বই।
দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে এবারের কারকাস সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকায় থাকা দুটি বই– জেনিফার হোমন্সের ‘মিস্টার বি: জর্জ ব্যালানচাইন’স টুয়েন্টিথ সেঞ্চুরি’ ও তানিয়া ব্রানিগানের ‘রেড মেমোরি: দ্য আফটারলাইভস অব চায়না’স কালচারাল রেভলিউশন’। ব্র্যানিগান এই পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া তিন লেখকের একজন, যারা প্রথমবারের পুরস্কারটির দৌড়ে রয়েছেন। বাকি দুইজন হলেন– ‘টাইম টু থিঙ্ক’-এর জন্য হানা বার্নস এবং ‘টাইমস ইকো: দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য হোলোকাস্ট ও দ্য মিউজিক অব রিমেমব্রেন্স’-এর জন্য জেরেমি আইচলার। তালিকায় আরও রয়েছে টিয়া মাইলসের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড বিজয়ী ‘অল দ্যাট শি ক্যারিড: দ্য জার্নি অব অ্যাশলি’স সেইক, আ ব্ল্যাক ফ্যামিলি কিপসেক’, ডেভিড গ্রানের ‘দ্য ওয়েজার: আ টেল অব শিপব্রেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ এবং জন ভ্যালান্টের ‘ফায়ার ওয়েদার: আ ট্রু স্টোরি ফ্রম আ হটার ওয়ার্ল্ড’। ড্যারন অ্যাসেমোগ্লু ও সাইমন জনসন দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন ‘পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস: আওয়ার থাউজ্যান্ড ইয়ার স্ট্রাগল ওভার টেকনোলজি অ্যান্ড প্রসপারিটি’ গ্রন্থের জন্য। ক্রিস্টোফার ক্লার্ক তালিকায় এসেছেন ‘রেভলিউশনারি স্প্রিং: ইউরোপ অ্যাফ্লেম অ্যান্ড দ্য ফাইট ফর আ নিউ ওয়ার্ল্ড, ১৮৪৮-১৮৪৯। ‘বিয়ন্ড দ্য ওয়াল: আ হিস্টোরি অব ইস্ট জার্মানি’র জন্য তালিকায় রয়েছেন কাটজা হোয়ার।

বিষয় : বেইলি গিফোর্ড

মন্তব্য করুন