ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

পদাবলি

আত্মসমর্পণ

আত্মসমর্পণ

পুলিশের গাড়ির মধ্যে অভিযুক্ত মান্নান মুন্সী

সোহরাব হাসান

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

আমি তাদের মতো নই, যারা 

হাওয়া খেতে খেতে মানুষ খুন করার ছক আঁটে আমি তাদের মতো, যারা তিলে তিলে খুন হয়ে যায় আবার খুন হতে হতে বেঁচে ওঠে।   আমি জানি না বেঁচে আছি কিনা;  কিংবা কাকে বলে বেঁচে থাকা। খুনি হওয়ার সাহস আমি আমি ধীরে ধীরে শিরে শিরে রপ্ত করেছি।   নিজেকেই আমি খুন করে চলেছি অবিরত।   একজন খুনির যে সাজা পাওয়ার কথা  সে সাজা আমিও নিতে চাই ফাঁসির কাষ্ঠে বা গুলিতে নয় তিলে তিলে। এ সাজার জন্য জল্লাদের মুখোমুখি হতে হয় না চাঁদমারিতে যেতে হয় না।   জগৎসংসারে কত কিছুই ঘটে; যদি চাও নিজেকে নিহত করে তোমার কাছে ফের আত্মসমর্পণ করি।

আরও পড়ুন