ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

পেন আমেরিকা সাহিত্য পুরস্কার অনুষ্ঠান বাতিল

ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া

পেন আমেরিকা সাহিত্য পুরস্কার অনুষ্ঠান বাতিল

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২৩:৪৪

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বেশ কয়েকজন মনোনীত লেখক তাদের বই প্রত্যাহার করে নেন। এ পরিপ্রেক্ষিতে পেন আমেরিকা কর্তৃপক্ষ আসন্ন সাহিত্য পুরস্কার অনুষ্ঠান বাতিল করেছে।
২২ এপ্রিল (সোমবার) পেন-এর সাহিত্যবিষয়ক প্রধান কর্মকর্তা ক্লারিস রোজাজ শরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছেন, ‘লেখকরা তাদের বিবেকের কথা শুনেছেন। আমরা এটিকে অত্যন্ত সম্মান করি। তারা নির্দিষ্ট বিভাগে বিজয়ী হোন বা না হোন; আমরা দুঃখিত যে এই অভূতপূর্ব পরিস্থিতি সম্মানিত, অন্তর্দৃষ্টিপূর্ণ ও কঠোর পরিশ্রমী বিচারকদের দ্বারা নির্বাচিত হওয়ার অসাধারণ কাজ থেকে দৃশ্যপট ভিন্ন দিকে কেড়ে নিয়েছে। মতপ্রকাশ এবং লেখকদের স্বাধীনতার জন্য নিবেদিত একটি সংগঠন হিসেবে অসামান্য লেখক সম্প্রদায়কে স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য আমাদের অঙ্গীকার অটল।’
ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে পর্যাপ্ত প্রতিক্রিয়া না দেখানোয় পেন অনেক লেখকের তোপের মুখে পড়েছিল। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, পুরস্কারের জন্য যাদের বই মনোনীত হয়েছিল, তাদের প্রায় অর্ধেকই নিজেদের এ পুরস্কার থেকে সরিয়ে নেওয়ার জন্য পেনকে জানিয়েছেন।
সংগঠনের সবচেয়ে বড় পুরস্কার ৭৫ হাজার ডলারের পেন/জ্যঁ স্টেইন বুক অ্যাওয়ার্ড-এর ১০ জন মনোনীতদের মধ্যে ৯ জনই নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এতে বিপদে পড়ে পেন কর্তৃপক্ষ। এই পুরস্কারের জন্য কোনো বিজয়ীর নাম ঘোষণা করা হবে না এবং এই অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে দেওয়া হবে।
একটি বিবৃতিতে পেন জানায়, ‘বিজয়ীরা নিজ নিজ পুরস্কারের জন্য নগদ পুরস্কার পাবেন। তবে নির্বাচিত বইটি যদি পুরস্কারের জন্য বিবেচনাধীন না থাকে, তাহলে কোনো ওই বিষয়ে বিজয়ী ঘোষণা করা হবে না।’ v

আরও পড়ুন

×