ঝুলে থাকা শেকড়

ছবি-সংগৃহীত
মাহী ফ্লোরা
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৮:১৪
এই যে কোনো গাছকে শেকড় ছিঁড়ে
উপড়ে আনে কেউ।
বসিয়ে রাখে ছায়ায়, যত্ন করে।
তবুও গাছটার মন কেমন করে।
মন চায় ছুটে যায় জল ছায়া রোদ ছেড়ে
ছিঁড়ে আসা শেকড়ের দিকে।
তুমি হলেও সেখানে দিতে ডুব।
যে ভার্সটা আমি হিমঘরে স্থির শুয়ে ভেবেছিলাম
বাইরের কোলাহল তাকে
বেঁচে ফেরার মজুরি হিসেবে নিয়েছে।
এই পথ আঁচে
এই পথ শীতবৃষ্টিতে ভেজা
এই পথ শতবর্ষী গাছের ঝুলে থাকা শেকড়
এ জীবন যত দিন যায় ফেরে।
যত দায় তুমি-তুমি বলে কাঁদে–
এ জীবন তত বেশি মুখোমুখি বাঁচে।
- বিষয় :
- কবিতা