তোমাকে কিছু বলার ছিলো

ছবি-সংগৃহীত
হুমায়ূন আকাশ
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৮:১৬
তোমাকে কিছু বলার ছিল
ধরে নাও চাঁদ সূর্যের লুকোচুরিতে তা হারিয়ে গেছে
নতুবা রয়ে গেছে কবিতার সেই না বলা ফাঁকা স্পেসে।
তোমাকে কিছু বলার ছিল
হয়তো তা আর হবে না বলা উড়ে যাবে
বুদ্ধের পরিনির্বাণের প্রদীপের ফানুসে
কিংবা রয়ে যাবে সক্রেটিসের সেই হেমলক পেয়ালায়
যখন সক্রেটিস বুঝে যান আর নতুন কিছু বলার নেই তার
তাই পুনরাবৃত্তির পচনে না হারিয়ে
হেমলকেই অনেক কথা রবে আগামীর বলার।
তোমাকে কিছু বলার ছিল
যে কথাগুলো হারিয়েছে আরবের খাদিজার আত্মসমর্পণে
অথবা রয়ে গেছে রাবেয়া বসরির আমিহীন অগ্নি ও জলের দ্বিপাত্রে
যেথায় ভয় লোভ হারিয়ে জ্বলে ওঠে প্রেমের তৃষ্ণিত নয়ন।
তোমাকে কিছু বলার ছিল...
- বিষয় :
- কবিতা