ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

লাবণী বসন্ত বাতাসে

লাবণী বসন্ত বাতাসে

ছবি-সংগৃহীত

সব্যসাচী সেনগুপ্ত

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৮:১৬

ভাঙা দরজায় তোমার গোধূলি মায়ার ছাপ
ঘুন পোকা খেয়েছে কবে বিষণ্ণ ডায়েরির পুরোনো পাতা
তোমার স্মৃতির মলিন ভাঁজে শুকনো বকুলের
গন্ধহীন সৌরভ, নিঃসঙ্গ দেয়ালের পিঠে হেলে আছে
বিজড়িত দিনের ছায়াপাত। তোমার উপায়ন গেঁথে থাকা
কবিতার ঘ্রাণ হয়ে অশ্রুত চোখের কোণে কোনো এক
গোপন দিনের রৌদ্রতাপ, যেন চৈত্রের ঝরাপাতা হয়ে 
নিদারুণ আকাঙ্ক্ষার লাবণী বসন্ত বাতাসে ...
 

আরও পড়ুন

×