ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

পরিশোধ

পরিশোধ

ছবি-সংগৃহীত

আতাহার খান

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৮:১৭

চিন্তার মাঝে চলছে এখন অস্থির হাঁটাহাঁটি
থামছে না আর, অগ্নিশিখার উদ্যত বিদ্রোহ
হঠাৎ তাকায়, ঘরবাড়ি তাই জ্বলেপুড়ে ছারখার,
স্বস্তি কোথায়? দুশ্চিন্তারা হানা দেয় চারপাশে,
শরীর কাঁপছে, শঙ্কিত মন– সুখ আজ পরবাসে,
রাত শেষে ভোর, ঝিমোয় সকাল, রোদে নেই তার ধার,
শেষমেশ আশা স্বপ্ন দেখায়, কেটে যায় সব মোহ,
ফুঁসছে মানুষ, থামছে না আর দ্বন্দ্বের কাটাকাটি!

উৎপাদনের স্বত্বে এখন রাজপথ অবরোধ,
নির্মিত হয় গণশক্তির দুর্বার ভালোবাসা,
কোথায় তোমার সাবধানি চোখ দুরন্ত প্রেমভরা,
আয়োজন শেষ, প্রস্তুত দেখো কিন্নরী-অপ্সরা,
সাজায় যত্নে ঘর-পালঙ্ক, ভাসছে নতুন আশা,
দেনা নেই আর? করে যাই আজ সব ঋণ পরিশোধ!

আরও পড়ুন

×