ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

ফিলিস্তিনি তরুণ কথাসাহিত্যিকের ডিলান টমাস পুরস্কার লাভ

ফিলিস্তিনি তরুণ কথাসাহিত্যিকের ডিলান টমাস পুরস্কার লাভ

ইয়াসমিন জাহের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৮:৩৪

ফিলিস্তিনি তরুণ ঔপন্যাসিক ইয়াসমিন জাহের যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ডিলান টমাস পুরস্কার পেয়েছেন। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য কয়েন’-এর জন্য তরুণ লেখক বিভাগে তিনি এই পুরস্কার পান। ১৯১৪ সালে যুক্তরাজ্যের সোয়ানসিতে জন্মগ্রহণকারী লেখক ডিলান টমাসের নামকরণে যাত্রা শুরু হয় এই পুরস্কারের। 

ডিলান ৩৯ বছর বয়সে মারা যান। কবির জীবনকালের সঙ্গে সংগতি রেখে প্রতিযোগী লেখকদের জন্য শর্ত জুড়ে দেওয়া হয়, তাদের বয়স যেন হয় ৩৯ বছরের মধ্যে। লেখকের জীবন ও কর্মকে সম্মান জানাতে সৃজনশীল তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ত্রিশ হাজার পাউন্ড। ২০১০ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত লেখকদের উন্মুক্ত পুরস্কারটি মূলত দ্বিবার্ষিকভাবে দেওয়া হলেও পরবর্তী সময়ে এটি একটি বার্ষিক পুরস্কারে পরিণত হয়। ইয়াসিন জাহের ১৫ মে সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে পুরস্কারটি গ্রহণ করেন।

বিচারকদের প্রধান নমিতা গোখেল বলেন, এবারের বইগুলোর মধ্যে বৈচিত্র্য আছে; ইতিহাসের সঙ্গে সমকালীন বিষয় পাওয়া যাবে এ বইগুলোতে। চিরন্তন ও বিশ্বজনীন বিষয়ও রয়েছে। লেখকদের লেখার শৈলী ও প্রাণশক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের লেখা পুরোপুরি চমৎকার এবং নতুন। বিচারকদের মতে, ‘দ্য কয়েন’ একটি সাহসী উপন্যাস। এটি নিউইয়র্ক শহরের একটি মিডল স্কুলে পড়ানোর সময় একজন তরুণ ফিলিস্তিনি মহিলার গভীর তাৎপর্যপূর্ণ পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে; যিনি বার্কিন ব্যাগ বিক্রির একটি চক্রান্তে আটকা পড়েন এবং তাঁর শরীর ও মনের ওপর নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করেন। v

আরও পড়ুন

×