বিনয় মজুমদার
--
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ১২:০০
অভিজ্ঞতা থেকে ক্রমে
অভিজ্ঞতা থেকে ক্রমে আকাশের বর্ণহীনতার
সংবাদের মতো আমি জেনেছি তোমাকে; বাতাসের
নীলাভতাহেতু দিনে আকাশকে নীল মনে হয়।
বালুময় বেলাভূমি চিত্রিত করার পরেকার
তরঙ্গের মতো লুপ্ত, অবলুপ্ত তুমি, মনোলীনা।
এতকাল মনে হ'তো, তুমিও এসেছো অভিসারে-
চাঁদের উপর দিয়ে স্বচ্ছ মেঘ ভেসে ভেসে গেলে
যেমন প্রতীতি হয়, মেঘ নয়, চাঁদ চলমান।
এখন জেনেছি সব, তবুও প্রয়াস প'ড়ে আছে।
শিশুদের আহার্যের মতন সরল হও তুমি,
সরল, তরল হও; বিকাশের রীতিনীতি এই।
বৃক্ষের প্রত্যঙ্গ নড়ে- এই দৃশ্য দেখেই কখনো
সে নিজে দোলনক্ষম- এই কথা পাখিদের মতো
ভুল করে ভেবেছো কি, তোমার বাতাসে সে তো দোলে
বিনয় মজুমদার
[১৭ সেপ্টেম্বর, ১৯৩৪-১১ ডিসেম্বর ২০০৬]
'ফিরে এসো চাকা' [প্রথম প্রকাশ :১৯৬২] কাব্যগ্রন্থ থেকে
- বিষয় :
- বিনয় মজুমদার