ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আপন দর্পণ

আপন দর্পণ

হাসনাত আবদুল হাই [জন্ম :১৯ মে, ১৯৩৭]

--

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১২:০০

-ষব্যক্তিগত জীবনে কোন বিশেষ ঘটনা আপনাকে প্রভাবিত করেছে?
--কোনো বিশেষ ঘটনা নয়। পড়তে পড়তেই আমি লেখক হয়েছি। ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ার যে অভ্যাস ছিল, সেটিই আমার লেখক হওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে।
-আত্মপ্রকাশলগ্নে কোনো প্রতিবন্ধকতার কথা আপনার মনে পড়ে?
--তখন [পঞ্চাশের দশক] সাহিত্য পত্রপত্রিকার স্বল্পতা প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছিল।
-আপনার প্রিয় লেখক কারা?
--গতানুগতিকতার বাইরে যাদের লেখায় নতুনত্ব ও পরীক্ষা-নিরীক্ষা থাকে, অ্যাবস্ট্রাকশন এবং কাহিনির সঙ্গে আইডিয়ার সংমিশ্রণ থাকে, তাদের প্রায় সবার লেখাই আমার প্রিয়।
-কোনো বই বা লেখকের লেখায় আপনি ঈর্ষাবোধ করেন?
--কমলকুমার মজুমদারের 'অন্তর্জলি যাত্রা', হাসান আজিজুল হকের 'আত্মজা ও একটি করবী গাছ'-এ ঈর্ষা বোধ করি।
-আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি বলে মনে করেন?
--স্মৃতিশক্তি। অনেক পুরোনো স্মৃতি আমার মনে থাকে।
-নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
--আমি একটু গম্ভীর থাকি। দেখে রাগী মনে হয়।
-আপনার চরিত্রের কোন দিকটি আপনার নিজের প্রিয়?
--আমার শিল্পমনস্কতা আমার ভালো লাগে। ছবি দেখা, গান শোনা, লেখা, বইপড়া- সবকিছুতেই আমার অবসাদহীনতার দিকটি আমার প্রিয়।
-আপনার প্রিয় উদ্ধৃতি কোনটি?
--রবিঠাকুরের 'মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক' আর ফরাসি গায়িকা এডিথ পিয়াকের 'নো, আই ডো'নট রিগ্রেট'।

whatsapp follow image

আরও পড়ুন

×