পদাবলি
নিজের প্রতি

সুবর্ণা গোস্বামী
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০
ছাদে একা। করছো কীসের উদযাপন? আড়ে মেলে দেয়া গাছপালা, সবুজ চাদর, মোহিত শাড়ি- অপেক্ষা করছো কার জানতে পারি?
নাহ,অপেক্ষা তো নয়। সে এক ঔষধি গাছ। যে দেয় বিষের ফোঁটা তারপর পুনর্জীবন। সব পাখি ময়ূর হয়েছে জানো, এ শহরে মেঘের পরিক্রমা।
ছুটে যেতে চাই বুকে পালকও জানে না।
যেন নিজের সাথেই কোন মৌচোরার লুকোচুরি। তাকে হ্রেষা ডাকি। নিজেকে কূজন। যুগলে দেই কোন রূপকথা পাড়ি।
দূরে কোন অস্পষ্ট জাহাজ, আমার দ্বিধার নাকি?
নিজেরই ডাকনামে তাকে হঠাৎ কখন যে ডেকে ফেলেছি!
নাহ,অপেক্ষা তো নয়। সে এক ঔষধি গাছ। যে দেয় বিষের ফোঁটা তারপর পুনর্জীবন। সব পাখি ময়ূর হয়েছে জানো, এ শহরে মেঘের পরিক্রমা।
ছুটে যেতে চাই বুকে পালকও জানে না।
যেন নিজের সাথেই কোন মৌচোরার লুকোচুরি। তাকে হ্রেষা ডাকি। নিজেকে কূজন। যুগলে দেই কোন রূপকথা পাড়ি।
দূরে কোন অস্পষ্ট জাহাজ, আমার দ্বিধার নাকি?
নিজেরই ডাকনামে তাকে হঠাৎ কখন যে ডেকে ফেলেছি!
- বিষয় :
- পদাবলি
- সুবর্ণা গোস্বামী