ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পদাবলি

অবকাশ

অবকাশ

চট্টগ্রাম নগরী। ছবি: সংগৃহীত

দ্বিত্ব শুভ্রা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০

আসন্ন সেই দিন, পরে নাও শীতের পোশাক
টাল টাল চাহিদার পাথর ছুটে আসবে তোমার দিকে।
ব্যাডমিন্টনের চৌকো কোটের ভেতর
এ ঘর, ও ঘর দৌড়
প্রাণান্ত চেষ্টা
মাটিতে বসে না পড়ার!

আসন্ন সেই দিন
একই আয়নায় অনেক ক'টা মুখ
অনেকগুলি মুখের সামনে এক তুমি।
দাবার বোর্ডে অনেক তুমি সার সার দাঁড়ানো
আসন্ন সেই দিন, অনেক ভূমিকা,
খেলা চালিয়ে যাওয়া
সাদা কালো কৌশল।

এলোপাতাড়ি চলে যাবে চোখহীন ট্রাক্টর। 
গায়ের ওপর 
রাগ-ক্ষোভ-ভালোবাসা- করুণার
কাটা-আধা কাটা গাছ।
আসন্ন সেই দিন, যখন বিলাপের মাঝেই বিশ্রাম
বিশ্বাস করো, এই মুহূর্ত পর্যন্ত 
তুমি অবকাশেই আছো!

আরও পড়ুন

×