ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পদাবলি

ক্ষুদ্রতার রোদ

ক্ষুদ্রতার রোদ

লিওঁর বিপক্ষে পিএসজির জয়ের নায়ক ইকার্দি। ছবি-এএফপি

দ্রাবিড় সৈকত

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০

মানুষ কি জানে কত জল বয়ে গেছে তার নিজস্ব নদীর ভিতর
কত ঢেউ হল্ক্কা ছড়িয়ে ভুলে গেছে পরিচিত গুঞ্জন
ঈড়া-পিঙ্গলায় কারা আসে যায় সহস্রাব্দের কাছে দায়হীন
দেহকে দুনিয়া ভেবে কেন কিছু গূঢ়তম ঠিকানায় অগণিত চিঠির স্তূপ জমে আছে
ব্রাহ্মী লিপির মতো ফলকে কীলকে কাহাদের গুপ্ত বাসনার চিদাকাশ
এইসব বয়নের কালে ললিত আঙুলে জড়িয়েছে কার্পাস প্রহেলিকা প্রায়
কোনো ধূসর গল্পের দিনে রোদ মরে গেলে
সুদূরে তাকিয়ে দেখি জয়-পরাজয়ের কোনো ঘ্রাণ নেই,
সাগর মন্থনে যে অজগর ক্লান্তির খতিয়ান খোলে জ্যামিতির ভাষায়
তারও আছে বুক পিঠ স্নিগ্ধ বিকেলের নিঝুম বিষাদ

মহকাল থেকে বৃক্ষের ঝিরিঝিরি পাতার মতো বিভ্রম বিস্ময় হয়ে এলে
মানুষ চোখ সরায়ে নেয়;
অবকাশে আয়ুর অঙ্কর অরচিত মরণের কাছে নিজেরে কচ্ছপ দাবি করে
সরল জন্মের মতো ব্যথা একা একা সাঁতরে বেড়ায় আন্দাজ আবেশের সংস্কারে
তোমাদের আয়নায় তার ছায়া নেই;
পড়ে আছে কিছু জটাজাল জহরের কাতর সাহস,
আগুন ও বাতাসের হননে ফোয়ারার মতো বিচূর্ণ বিদ্বেষ আর বামন খোয়াব
পৃথিবীর রূপালী নাভির ভেতর,
গ্যালাক্সির যে বেড়াল সমুদ্রের মতো চোখ তুলে চায়
পঞ্জিকা খুলে তার সন্ধানে বেয়াড়া বিলাসগুলো
অলকানন্দার হাতে রাখে রাধাবল্লভী
মেদুর বালিশের তুলো থেকে তার সম্মান কতটুকু ভারী?

আরও পড়ুন

×