পদাবলি
তুমিই ঈশ্বর

যখন তোমাতে নিমজ্জিত হইতখন নিজেকে ফিরে পাই।যখন নিজের ভেতর লুকাতে যাইতখন সবকিছু হারাই।ধানক্ষেতের ঢেউয়ের ভেতর যেমন কৃষক হারায়,নদীর জলের ভেতর যেমন আকাশ হারায়,জোছনার ভেতর যেমন চাঁদ হারায়,শিশুর হাস
মাহবুবর রহমান
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০
যখন তোমাতে নিমজ্জিত হই
তখন নিজেকে ফিরে পাই।
যখন নিজের ভেতর লুকাতে যাই
তখন সবকিছু হারাই।
ধানক্ষেতের ঢেউয়ের ভেতর যেমন কৃষক হারায়,
নদীর জলের ভেতর যেমন আকাশ হারায়,
জোছনার ভেতর যেমন চাঁদ হারায়,
শিশুর হাসির ভেতর যেমন হারায় মা।
তাই ভেবে দেখলাম এখন থেকে
তোমার ভেতর হারাবো,
যেমন করে নক্ষত্র হারিয়ে যায়
ঈশ্বরের অন্তহীনতায়।
তখন নিজেকে ফিরে পাই।
যখন নিজের ভেতর লুকাতে যাই
তখন সবকিছু হারাই।
ধানক্ষেতের ঢেউয়ের ভেতর যেমন কৃষক হারায়,
নদীর জলের ভেতর যেমন আকাশ হারায়,
জোছনার ভেতর যেমন চাঁদ হারায়,
শিশুর হাসির ভেতর যেমন হারায় মা।
তাই ভেবে দেখলাম এখন থেকে
তোমার ভেতর হারাবো,
যেমন করে নক্ষত্র হারিয়ে যায়
ঈশ্বরের অন্তহীনতায়।
- বিষয় :
- পদাবলি
- মাহবুবর রহমান