পদাবলি
মনস্থ জীবন এ কেমন তুলো ভার

সুজাউদ্দিন কায়সার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০
দাপাদাপির চাপে নীল আলোমূর্ছনা
অতিরিক্ত সংশয়বাদ
অনাস্বাদিত ধীর নীলময়তা
কর্কটক্রান্তি-
ভৌতিক স্বপ্নছিঁড়ে মাথার মধ্যে
কে বুকের বিতরণে
কীই বা দাপানো হিংসা
গণনাতীত মুহূর্তের ক্ষুধা-
ঠিক উপেক্ষা করে ভবিষ্যৎবাদ
এ যেনো ঊর্ধ্ব ভাঁওতা
ঔদ্ধতা জীবন স্বপ্ন সাহস ইচ্ছে ওলটপালট করে
অতিরিক্ত সংশয়বাদ
অনাস্বাদিত ধীর নীলময়তা
কর্কটক্রান্তি-
ভৌতিক স্বপ্নছিঁড়ে মাথার মধ্যে
কে বুকের বিতরণে
কীই বা দাপানো হিংসা
গণনাতীত মুহূর্তের ক্ষুধা-
ঠিক উপেক্ষা করে ভবিষ্যৎবাদ
এ যেনো ঊর্ধ্ব ভাঁওতা
ঔদ্ধতা জীবন স্বপ্ন সাহস ইচ্ছে ওলটপালট করে
- বিষয় :
- পদাবলি
- সুজাউদ্দিন কায়সার