পদাবলি
আসন্ন শীত

রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। ভর্তি হওয়াদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। রোববার মিটফোর্ড হাসপাতালের চিত্র- ফোকাস বাংলা
ফাতিমা আলী
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১২:০০
হিম হিম হাওয়ার দ্রুতি- হেমন্ত সাজিয়ে তুলেছে
জাদুর বারকোশ, সুরভি ও নির্জন
মেঘের দিকে এগিয়ে চলেছে পাখির কোরাস
সতেজ পানি ভাসা মেঘপল্লি
পাতাঝরা শাখার আড়ালে
শিশুদের উন্মুখ প্রতীক্ষা।
শীর্ণ নদী ছেড়ে উঠে আসে হাঁসের মিছিল
নিতম্বে ঢেউ তুলে মাতিয়ে তুলেছে কাশফুল
ডানা ঝেড়ে উড়ে যায় গাঙচিল
নোনা রোদে আয়েশে চোখ বোজে কালীবক
ঘুমঘুম নিলাজ গোধূলি
কী দ্রুত নেমে আসছে রাতের শরীর!
আসন্ন শীতে ফুল জ্বলবে ফুল নিভবে
বুনোকুয়াশায় ঝরে যাবে সবুজপাতা
আকাশ থেকে ঝরে পড়বে নীল বেদনার পরমাণু।
খরচাল, জীর্ণদেওয়াল
জড়ো করে রেখেছে মমতাব্যাকুল
কাঁসার থালায় হলুদ কৈ, সরষেচিংড়ি
প্রায় ভুলে যাওয়া শীতপিঠে রসনা ছড়াবে।
আসুক তবে
আরও একবার অদ্ভুত শীতের ঘ্রাণ!
জাদুর বারকোশ, সুরভি ও নির্জন
মেঘের দিকে এগিয়ে চলেছে পাখির কোরাস
সতেজ পানি ভাসা মেঘপল্লি
পাতাঝরা শাখার আড়ালে
শিশুদের উন্মুখ প্রতীক্ষা।
শীর্ণ নদী ছেড়ে উঠে আসে হাঁসের মিছিল
নিতম্বে ঢেউ তুলে মাতিয়ে তুলেছে কাশফুল
ডানা ঝেড়ে উড়ে যায় গাঙচিল
নোনা রোদে আয়েশে চোখ বোজে কালীবক
ঘুমঘুম নিলাজ গোধূলি
কী দ্রুত নেমে আসছে রাতের শরীর!
আসন্ন শীতে ফুল জ্বলবে ফুল নিভবে
বুনোকুয়াশায় ঝরে যাবে সবুজপাতা
আকাশ থেকে ঝরে পড়বে নীল বেদনার পরমাণু।
খরচাল, জীর্ণদেওয়াল
জড়ো করে রেখেছে মমতাব্যাকুল
কাঁসার থালায় হলুদ কৈ, সরষেচিংড়ি
প্রায় ভুলে যাওয়া শীতপিঠে রসনা ছড়াবে।
আসুক তবে
আরও একবার অদ্ভুত শীতের ঘ্রাণ!
- বিষয় :
- পদাবলি
- ফাতিমা আলী