ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পদাবলি

পোষমানা বাগান

পোষমানা বাগান

শেখ সালাহ্‌উদ্দীন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০

মাঝে মাঝে দেখি-
করুণ প্রাচীর ঘেরা এক
বাগানে সাম্রাজ্ঞী আভিজাত্যে হেঁটে যাও
মখমল দূর্বাঘাসে গোলাপি পা ফেলে
ছায়াসঙ্গী- অনুগত নিটোল কুকুর
নিশ্চিত আহার আশ্রয়ের বিনিময়ে
রুপোর শিকলে বাঁধা বুনো স্বাধীনতা
শাখা গুল্ম কর্তিত বাহুল্যে নান্দনিক;

পাখিরাও হারিয়ে পাখিত্ব
দ্বিধায়; বসবে বশংবদ বৃক্ষ-ডালে?
ভ্রমরের গুঞ্জন বেসুরো-
দৃশ্যমান শঙ্কা প্রজাপতির পাখায়

পোষমানা এ বাগানে তুমি
এভাবে হাঁটবে কতদিন?
তার চেয়ে দ্বিধা ফেলে এসো
আনব দেখিয়ে যত চাও
বুনোফুল প্রজাপতি পাখি
বশ্যতা মানেনি এমন সহস্র সবুজ বাগান
চোখ থেকে মুছে নাও সংশয়ের দাগ
অতঃপর বলো- সাথি হবে?

আরও পড়ুন

×