ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ওষুধের বিপজ্জনক অপব্যবহার

ওষুধের বিপজ্জনক  অপব্যবহার

আবদুল্লাহ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩২

অসুস্থতা থেকে নিজেকে সুস্থ করার অন্যতম উপকরণ হলো ওষুধ। ওষুধে যেমন প্রতিকার পাওয়া যায়, তেমনি আছে এর ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া। ওষুধের সঠিক ব্যবহারে ফল ভালো পাওয়া যায়। এর অপব্যবহারে মানুষ ভয়ংকর ক্ষতির মুখে পড়তে পারে। এমনকি কখনও তা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। দেশে এই ওষুধের অপব্যবহার বেড়েই চলেছে। ছোটখাটো অসুখ যেমন জ্বর, ঠান্ডা, কাশি, যে কোনো ব্যথা হলেই আমরা নিজ বুদ্ধিতে নিয়মিত কিছু নির্দিষ্ট ওষুধ সেবন করে থাকি এবং আমাদের আশপাশের ছোট ছেলেমেয়ের ওপরে প্রয়োগ করি। 
ছোটখাটো রোগ সেরে গেলে পরবর্তী সময়ে আমরা একই কাজই করি। ছোটখাটো অসুখ সারিয়ে তুলতে আমরা বিভিন্ন ওষুধ বিশেষ করে বাজারে প্রচলিত নানা ‘অ্যান্টিবায়োটিক’ ব্যবহার করি। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিভিন্ন রোগের জন্য নিজেরাই ফার্মেসি থেকে ওষুধ কিনি এবং সেবনের মেয়াদসহ নানা বিষয় উপেক্ষা করি। এভাবে কিছুদিন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে বাসা বাঁধে জটিল কিছু রোগ। একসময় ডাক্তারের শরণাপন্ন হই। তখন অনেক দেরি হয়ে যায়। ডাক্তাররা যে পরামর্শ দেন, তার জন্য দরকার প্রচুর অর্থ এবং ভোগান্তির শেষ থাকে না। এ জন্য দায়ী আমরা নিজেরাই। সে জন্য নিজেকে সুস্থ রাখতে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। 

nশিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
abdullahalmahmud620@gmail 

whatsapp follow image

আরও পড়ুন

×