লামা উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন

.
রুমানা আক্তার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ২৩:৫৫
বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৩১ শয্যার জনবলে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাবে রোগীরা পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত সেবা। ২০১৭ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও মেলেনি ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম। ফলে লোকবল সংকটের কারণে কর্তব্যরত অল্পসংখ্যক ডাক্তার-নার্স চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।
এটা সত্য, এখানকার ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ যারা আছেন সবাই সহযোগী ও আন্তরিক। সে জন্য আমরা লামাবাসী সৌভাগ্যবান। তাদের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজকলমে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও পুরোনো একটি অ্যাম্বুলেন্স দিয়ে চলছে জরুরি রোগী পরিবহন কাজ। আমাদের দাবি, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নসহ জনবল সংকটের সমাধান করতে হবে। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য জরুরি উপকরণেরও সংকট আছে। তা ছাড়া আমরা জানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেখানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মূল চাবিকাঠি; হাসপাতালের এইদিকেও কর্তৃপক্ষকে আরেকটু দৃষ্টি দিতে হবে। রোগীদের জন্য সুস্থ ব্যবস্থাপনা ও সুন্দর পরিবেশ তৈরির একান্ত অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে। এ ক্ষেত্রে বাজেট যাতে বাধা হয়ে না দাঁড়ায় সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্বাস্থ্যসেবার নীতিনির্ধারকদেরও সহযোগিতা কাম্য।
স্বাস্থ্যসেবা অত্যাবশ্যক নাগরিক অধিকার। সরকার এ ক্ষেত্রে দৃষ্টি দেবে বলে আমাদের বিশ্বাস।
রুমানা আক্তার: শিক্ষার্থী ও সামাজিক কর্মী, বান্দরবান
- বিষয় :
- স্বাস্থ্যসেবা