- খুলনা
- বিদ্যুতের খুঁটি ভেঙে নিয়ে ট্রাক খালে
বিদ্যুতের খুঁটি ভেঙে নিয়ে ট্রাক খালে
কেশবপুর (যশোর) প্রতিনিধি |
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১ । আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১
দুর্ঘটনা কবলিত ট্রাক -সমকাল
যশোরের কেশবপুরে শুক্রবার ভোররাতে বালুবাহী একটি ট্রাক বিদ্যুতের খুঁটি ভেঙে তারসহ খালে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
জানা গেছে, ডুমুরিয়া থেকে বালুবোঝাই করে একটি দশ চাকার ট্রাক কেশবপুর আসছিল। শুক্রবার ভোরে চুকনগর-কেশবপুর সড়কের পৌর এলাকার আলতাপোল মিফতাহুল মাদ্রাসার সামনে বিদ্যুতের তারে জড়িয়ে খুঁটি ভেঙে নিয়ে সিঅ্যান্ডবি খালে পড়ে যায়। এ সময় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ট্রাকের চালক রবিউল ইসলাম ও হেলপার রকিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আলতাপোল মিফতাহুল মাদ্রাসার সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মহম্মদ আব্দুল লতীফ জানান, বিদ্যুতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভেঙে যাওয়া খুঁটি পুনঃস্থাপন করা হয়েছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা
মন্তব্য করুন